দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্তময় সড়ক, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা যেন এক নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে, অনেকে কাতরাচ্ছে হাসপাতালে। অধিক যানবাহনের চলাচল, অথচ মহাসড়কটি প্রয়োজনের তুলনায় অধিক সরু ও সংকীর্ণ। নেই প্রয়োজনীয় পুলিশি অভিযান। যান্ত্রিক ক্রুটি চেক না করা, ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভার লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, ওভারটেকিং করা, অধিক গতিতে গাড়ি চালানো, রাস্তায় গাড়ি চলাচলের সাংকেতিক চিহ্ন মেনে না চলা, রাস্তায় গাড়ি আর গাড়ি গতির প্রতিযোগিতা, ফুটপাত দখল, মানুষ চলাচলে সতর্কতা অবলম্বন না করা ইত্যাদি ইত্যাদি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। প্রতিনিয়ত এত সড়ক দুর্ঘটনা অথচ কোনো টনক নড়ছে না প্রশাসনের। কর্তৃপক্ষের তদারকি থাকলেও মিলছে না কোনো যুগোপযোগী সুফল। নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। আর কত আহাজারি করলে, আর কত স্বজন হারালে কিংবা আর কত লাশ গণনা হলে প্রশাসনের সুদৃষ্টি আসবে। এ বিষয়ে নজর দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।