এই দিনে

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

১৫০১ ষোল শতকের ইউরোপের অগ্রগণ্য চিকিৎসক জেরোনিমো কারদানোর জন্ম।

১৫৪১ সুইস চিকিৎসক ফিলিপাস পারাসেলসাসএর মৃত্যু।

১৭২৬ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি করা হয়।

১৭৯৫ ফরাসি ভাস্কর আতোয়াঁ লুই বারিয়েএর জন্ম।

১৮৫৯ সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।

১৮৬০ ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মুহম্মদ মহসীন) মৃত্যু।

১৮৭০ ফরাসি প্রকৌশলী ও নিওন আলোর উদ্ভাবক ঝর্ঝ ক্লোদএর জন্ম।

১৮৯৫ ফরাসি চিকিৎসক ও শারীরবিদ আঁদ্রে ফ্রেদেরিক কুরনাঁএর জন্ম।

১৮৯৬ মার্কিন লেখক এফ স্কট ফিটজেরাল্ডএর জন্ম।

১৮৯৮ নোবেলজয়ী (১৯৪৫) ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী হাওয়ার্ড ওয়াল্টার ফ্লোরির জন্ম।

১৯০৪ নোবেলজয়ী (১৯০৩) ডেনিশ চিকিৎসক নীলস রাইবার্গ ফিনসেনএর মৃত্যু।

১৯০৭ চিত্রকর ও ভাস্কর সুধীররঞ্জন খাস্তগীরএর জন্ম।

১৯১৯ বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিং জেলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।

১৯২৪ রবীন্দ্রসাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ার্সনএর মৃত্যু।

১৯২৫ কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।

১৯২৯ রসায়নে নোবেলজয়ী ৯১৯২৫) অস্ট্রীয় বিজ্ঞানী রিকার্ড আডলফ ৎসিগ্‌মন্ডির মৃত্যু।

১৯৩২ বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন।

১৯৬০ আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (অঊই) গঠিত হয়।

১৯৯০ সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষ রায় প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে সমাজকেও
পরবর্তী নিবন্ধরমজান আলী মামুন : নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক