হে মু’মিনগণ! আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য করো এবং শুনার পর তাঁর নিকট থেকে ফিরে যেও না।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ২০) সূরা আল–আন্ফাল।
যতক্ষণ পর্যন্ত আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।
–আল হাদীস (বোখারী, মোসলেম)।
বিচারে দেরি করার অর্থ অবিচার করা।
– লেন্ডার।