আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে : সারজিস

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না দিলে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল মঙ্গলবার বিকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।

এনসিপি শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলাও প্রতীক হিসেবে চেয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা না রেখে ১১৫টি প্রতীকের তালিকা সম্বলিত নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। সেই আচরণবিধি ও প্রতীক তালিকাই অনুমোদন করেছে সরকার। খবর বিডিনিউজের।

ফেসবুকে সারজিস আলম লিখেছেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামত উঠবস করেছে?

কমিশনকে হুঁশিয়ার করে সারজিস লিখেছেন, সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ এগিয়ে নিতে হবে
পরবর্তী নিবন্ধশাপলা পাবে না এনসিপি : ইসি সচিব