সংকেত নামল বন্দরগুলোয়, ফের লঘুচাপের আভাস

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

দেশের সমুদ্র বন্দর এবং উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সংকেত নামলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে সোমবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিনাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের শেষ চায় গাজাবাসী
পরবর্তী নিবন্ধইউপিডিএফ নেতা সুইপ্রু ৮ দিনের রিমান্ডে