জুলাই গণ–অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতে হামলাকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এ দাবি করা হয়।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে মিলিত হয়। মানববন্ধনে চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেতে বার বার হামলা হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে, সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে।