প্রতিশোধ না নিতে ইসরায়েলকে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

ফিলিস্তিনকে স্বীকৃতি

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১১ অপরাহ্ণ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ায় প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে যুক্তরাজ্যের দেওয়া স্বীকৃতির বদলায় ইসরায়েল যাতে পশ্চিম তীরের অংশ দখল না করে। খবর বিডিনিউজের।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে কুপার বিবিসির সাথে আলাপকালে একথা বলেন। জাতিসংঘের এই সম্মেলনে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলোরও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য রোববার পর্যায়ক্রমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ঘোষণাকে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখলের অজুহাত হিসেবে নেবে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার উদ্বিগ্ন কিনাসে প্রশ্ন করেছিল বিবিসি জবাবে কুপার বলেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, তার এবং তার সরকারের অবশ্যই সেটি করা ঠিক হবে না। নেতানিয়াহু সরকারের দুই কট্টরপন্থি মন্ত্রীজাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এরই মধ্যে ইসরায়েলকে পশ্চিম তীরে সার্বভৌমত্ব দাবি করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সমপ্রতি পশ্চিম তীরের ৮২ শতাংশ এবং বাদবাকী ফিলিস্তিনি ভূমিও ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পরিকল্পনার রূপরেখা তৈরি করছেন।

ওদিকে, কুপার বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি যে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তাকে সম্মান জানাতে সর্বোত্তম উপায় হিসেবে নেওয়া হয়েছে। এ পদক্ষেপ শান্তি রক্ষা করা, ন্যায় এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য নেওয়া। এটি করতে সক্ষম হওয়ার জন্য আমরা এই অঞ্চল জুড়ে সবার সঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা যেমন ইসরায়েলকে স্বীকৃতি দিই যে ইসরায়েল একটি রাষ্ট্রতেমনি আমাদের ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে, বলেন কুপার বলেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কুপার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আন্তর্জাতিক সমঝোতার একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করবেন।

পূর্ববর্তী নিবন্ধ৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন জাতিসংঘের অধিবেশনে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের লোকসাহিত্য