সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের টেসলা সিইও ইলন মাস্ক জুটি আবারও একসঙ্গে প্রকাশ্যে। পাশাপাশি রাখা দু’টি চেয়ারে তারা বসে আছেন। একে অপরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। বিশেষ কোনও কথা বলার জন্য একজন অপরের দিকে খানিকটা ঝুঁকেও গেলেন। মেলালেন হাতও। খবর বিডিনিউজের।
তবে কি দুইজনের মাঝে সম্পর্কের বরফ গলেছে? রোববার দুইজনের ওই সাক্ষাতের ছবি এবং ভিডিও দেখে তেমন জল্পনাই জোরালো হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্লেনডালে স্টেডিয়ামে ট্রাম্পের প্রয়াত ঘনিষ্ঠ সহযোগী ও ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই একসঙ্গে দেখা যায় ট্রাম্প এবং মাস্ককে। একসময় দুইজন খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। প্রকাশ্যেই বিরোধে জড়িয়েছিলেন তারা। একে অপরকে আক্রমণ করে বলেছিলেন নানা কথা। ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক নতুন দল গঠনেরও ঘোষণা দিয়ে দিয়েছিলেন।
নির্বাচনে লড়ার হুমকি দিয়েছিলেন তিনি। গত জুন মাসে এ নিয়ে বিবাদ চরমে পৌঁছেছিল। তারপর এই প্রথম তাদেরকে আবার একসঙ্গে দেখা গেল। হোয়াইট হাউজের সরকারি র্যাপিড রেসপঞ্জ ৪৭ অ্যাকাউন্ট ট্রাম্প এবং মাস্কের কথা বলার সেই ভিডিও ফুটেজ পোস্ট করেছে। ট্রাম্প ও মাস্কের নতুন ঘনিষ্ঠতার প্রকাশ ঘটাতে তারা পোস্টের নিচে লাভ–হার্ট এবং হ্যান্ডশেক ইমোজি দিয়েছে। অবশ্য পরে এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্পকে মাস্কের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জিজ্ঞেস করা হলে তাকে এ বিষয়ে খুব একটা আপ্লুত মনে হয়নি। ট্রাম্প এই সাক্ষাৎ সম্পর্কে বলেছেন, মাস্ক এসেছিলেন। আমাকে হ্যালো বললেন। এছাড়া এটা আর তেমন কিছু না। আমি মনে করি এটা চমৎকার ব্যাপার ছিল। তিনি সেখানে এলেন, কিছু কথা বললেন। আমাদের খুব ভাল সম্পর্ক ছিল। তবে তিনি সেখানে এসেছিলেন এটা আরও ভাল ব্যাপার।