সিএসইতে লেনদেন ২০.৫৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২০.৫৯ কোটি টাকা। ১,৮২১ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৭০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২০.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৭৮.৪১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.১০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৬.৪০ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৯.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৮.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৩.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৬৫.৫১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২০,৭৮০.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, দাম কমেছে ১৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টির।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মারা গেল আরও ১ শ্রমিক
পরবর্তী নিবন্ধপরমাণু নিরস্ত্রীকরণের দাবি ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিম