ভারতীয় সংবাদ মাধ্যমে তুমুল তোলপাড়। হিন্দুস্থান টাইমস বাংলা শিরোনাম করেছে, ‘ক্রিকেটার নাকি ফুলটাইম জঙ্গি?’ আনন্দবাজার শিরোনাম করেছে, ‘অর্ধশতরান করে ‘একে–৪৭’ চালানোর কায়দায় উচ্ছ্বাস। সমালোচিত পাক ওপেনার।’ ভারতীয় ক্রিকেট সমর্থকরা অন্তর্জালে সমালোচনায় ধুয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। সৌজন্যে একটি ছবি। এশিয়া কাপ সুপার ফোরে দুবাইতে ভারত–পাকিস্তান ম্যাচের ১০ম ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ব্যাটের হাতলকে কাঁধের কাছে রেখে ওপেনার সাহিবজাদা ফারহান এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। দেখে যেন মনে হচ্ছিল বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে–৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। এখন এই এক ছবি নিয়েই এখন তুমুল বিতর্কের ঝড়। কাশ্মীমের পাহেলগামে পর্যটক হত্যাকাণ্ড এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ও পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’–এর পর ভারত–পাকিস্তানের সামপ্রতিক সম্পর্ক মোটেই ভাল নয়। দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুরোপুরি থেমে যাওয়ার কথা ছিল। এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল। শেষ পর্যন্ত মুখোমুখি হলেও প্রথম ম্যাচের পর করমর্দন–বিতর্কে তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। দ্বিতীয় ম্যাচেও করমর্দন করেনি দুই অধিনায়ক। এসবের মাঝে ফারহানের এই ‘একে–৪৭’ স্টাইলে উচ্ছ্বাস বিতর্কের জন্ম দিয়েছে। রোববার ওই ম্যাচে ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন, যা পাকিস্তানকে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে। তবে তার ‘একে–৪৭’ ভঙ্গিতে হাফ সেঞ্চুরি উদযাপন করাই ক্ষোভের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমী, এমনকি ভারতীয় মিডিয়ার মধ্যেও। ভারতীয়দের দাবি, ভারতের ‘অপারেশন সিঁদুর’–কে কটাক্ষ করতেই এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান।