শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে

সিটিজেনস ফোরামের সভায় সিএমপি কমিশনার

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

সিটিজেনস ফোরাম এর মহানগর কমিটির আলোচনা সভা গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সভা সঞ্চালনা করেন সিএমপির উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন।

সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত নগরী। এ শহরের নিরাপত্তা, শৃঙ্খলা ও উন্নয়ন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সহযোগিতা যত দৃঢ় হবে, ততই আমরা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব। তিনি মাদক বিরোধী কর্মসূচি ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পথ শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সিটিজেনস্‌ ফোরামের সদস্যদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিএমপি বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রামে এবার দুর্গাপূজা সকলের অনুকরণীয় ও শান্তিপূর্ণভাবে পালিত হবে। তিনি সবাইকে সমপ্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে উৎসবকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিটিজেনস ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক আজাদী সম্পাদক এম এ মালেক, আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন, সদস্য সচিব ডাঃ আবু নাছেরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সিটিজেনস্‌ ফোরাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের চিকিৎসা করাতে এসে ছিনতাইয়ের শিকার নারী
পরবর্তী নিবন্ধআখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক