ও আর নিজাম রোড় আবাসিক এলাকা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি এম এ সালাম। তিনি বিগত বছরের সাফল্য তুলে ধরেন এবং আগামীর গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা ঘোষণা করেন। পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ বাশার বার্ষিক কার্যবিবরণী প্রতিবেদন পাঠ করেন। অর্থ সম্পাদক সালাউদ্দীন আহমেদ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা বিস্তারিত পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।সভায় সদস্য ক্যাপ্টেন আতিকুল আজম খান ভবিষ্যতে আরও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন। বক্তব্য রাখেন এম এ আজিজ হাওলাদার, এ এস এম আজিম উদ্দিন এবং আইয়ুব উর রহমান। এতে সহ–সভাপতি কোহিনূর কামাল ও আলহাজ শফিকুল ইসলাম বুলবুলসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি এম এ সালাম সকল সদস্যকে তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












