কর্ণফুলীতে চার দোকানিকে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পণ্যের মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ৪ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

জানা যায়, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে একটি ফুড কর্নারকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অন্য দোকানিদের সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্যালেরিয়ায় ৮০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ চালু
পরবর্তী নিবন্ধসমাজ থেকে জুলুমকে উৎখাত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে