শারদীয় দুর্গাপূজাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না

আনোয়ারায় মতবিনিময়ে লায়ন হেলাল

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ধর্মীয় বিভাজনে বিশ্বাসী নয়। বাংলাদেশ সবার। দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে এদেশে সমান অধিকার নিয়ে প্রত্যেক নাগরিকের বসবাস করার অধিকার রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতবাদ ছিল এটি। তিনি বলেন, শারদীয় দুর্গোপূজা একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে আনন্দঘন পরিবেশে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে হিন্দু সমপ্রদায়ের কোনো ব্যক্তিকে রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত না করার আহবান জানান তিনি।

গতকাল আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মন্‌জু, এম.মনসুর উদ্দিন, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দিবাকর বড়ুয়া, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক রাহুল দত্ত, পূজা উদযাপন পরিষদের সদস্য অনুপ দত্ত, রাহুল ঘোষ, ম্যাকলেন মিত্র, সৌরভ দত্ত সজীব, অনিরুদ্র দাশ, মাষ্টার রতন দে, আশীষ চৌধুরী, রাজীব নাথ, সুভাষ সিংহ, রনি সিংহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসনে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান