মীরসরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জে তাসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩ বছর আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর মুহুরী বাড়ির বাসিন্দা মো. হানিফের মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে মো. জিসানের (২৩) বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। ৫ মাস আগে তারা গোপীনাথপুরে আমিনুর রহমান মিস্ত্রীর বাড়ির বুলু বেগমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। রোববার বিকেলে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর জিসান ঘর থেকে বের হয়ে গেলে অভিমান করে তাসলিমা ভাড়া বাসার টয়লেটে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম হালিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধকেজিডিসিএলে দুর্নীতিবাজদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধআচরণবিধি নিয়ে প্রার্থী-শিক্ষার্থীদের সাথে ইসির আলোচনা সভা