আচরণবিধি নিয়ে প্রার্থী-শিক্ষার্থীদের সাথে ইসির আলোচনা সভা

চাকসু নির্বাচন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধিসহ সামগ্রিক বিষয় সম্পর্কে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীরদের নিয়ে আলোচনা সভা করেছেন নির্বাচন কমিশন। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের তারিখ ২ দিন হলেও পিছানোর দাবি শিক্ষার্থীদের। শহরের শিক্ষার্থীদের জন্য আলাদা বাস অথবা শাটল শিডিউল বৃদ্ধি, প্রার্থীরা আর্থিক কতটুকু বাজেট ব্যয় করতে পারবে এ সম্পর্কে নির্দেশনা, নির্বাচনের দিন ফ্রি যানবাহনের ব্যবস্থার দাবি, নির্বাচনের আগে ও পরে ৪ দিন করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়াও চাকসু ব্যবস্থাপনায় বিভিন্ন পরামর্শ দেন শিক্ষার্থীরা। চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. .কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, আমরা শিক্ষার্থী ও প্রার্থীদের সাথে আলোচনা করেছি। তারা বিভিন্ন দাবি ও পরামর্শ দিয়েছে আমাদেরকে। আমরা সে অনুযায়ী যৌক্তিক দাবিগুলো নোটডাউন করেছি এবং আমরা আলোচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। তবে শিক্ষার্থীরা আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করলে আমরা যাবতীয় কাজ সহজভাবে করতে পারবো। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক ড. .কে.এম. আরিফুল হক সিদ্দিকী, কমিশনার ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসনে অভিযান, জরিমানা