নীরব থেকে চিৎকার দিয়ে
শিশু হলো ভূমিষ্ট
প্রথমবার সে মানুষ দেখলো,
হলো সে সন্তুুষ্ট!
দেখলো মায়ের মুখ
দেখলো ধরণীর আলো
আরো দেখবে কত কিছু
বাকি যে অনেক র’লো
মানুষের মাঝে ভেদাভেদ দেখলো
দেখলো স্বার্থের সংঘাত,
এসব নিয়ে শিশুটির মনে
তাই নানান ঘূর্ণিপাক ।
মানুষের মাঝে দেখলো লোভ,
দেখলো, ক্রোধ, হিংসা।
ছোট্ট মনে দানা বাঁধে এখন
নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা?
শিশুটি এখন বড় হয়েছে
বুঝতে শিখেছে সবই
যা দেখেছে তাই শিখেছে
শিশুটির দোষ কই?
সবাই মিলে করতে ধরণীকে
করতে হবে সুন্দর।
একক কোনো দায়িত্ব নয়
বর্তাবে যার উপর।