নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামি পলায়নের ঘটনা ঘটেছে। ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।
গতকাল সোমবার দুপুরে পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পলাতক মাহবুব ওই এলাকার জাফর সওদাগরের ছেলে। তিনি মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলার আসামি। মাহবুবকে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে পাঠানটুলী গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিদকে ধরে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা আরও জানান, পলাতক মাহবুব এলাকার একটি ভবনে আত্মগোপনে আছে–এমন সংবাদ পেয়ে গতকাল বিকেলে পুলিশ আবার ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যায় মাহবুব। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
ডবলমুরিং থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি পলায়নের ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে তাকে ধরার জন্য। বিকেলেও ওই এলাকায় অভিযান চালানো হয়েছে।