নগরীর মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. কাউছার লক্ষীপুর সদরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। অস্ত্র আইনের পৃথক আরেকটি ধারায় কাউছারকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় জানিয়ে বেঞ্চ সহকারী বলেন, উভয় সাজা একত্রে চলবে। বেঞ্চ সহকারী বলেন, রায়ে ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন আব্দুর রহমান, হাবিবুর রহমান, মো. রাসেল, মো. ওসমান গনি ও মো. আলমগীর।
আদালতসূত্র জানায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরীর মুরাদপুর ফরেস্ট গেইট এলাকা থেকে মো. কাউছারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো. কাউছারের কাছ থেকে দেশীয় তৈরি সচল রিভলবার ও ৫টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. মাহবুব মিল্কী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় একই বছরের ৩০ জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












