নগরীর চকবাজার এলাকায় দেশি কাপড়কে বিদেশি কাপড় বলে বিক্রিসহ নানা অপরাধে আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম।
অভিযান সূত্রে জানা যায়, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল–অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেয়নি। অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি দোকানে গিয়ে দেখা যায়, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি। অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘি–সহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ সময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ গায়ের রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় ফেয়ারি নামক একটি দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।