১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা এনসিপির : নাসীরুদ্দিন পাটওয়ারী

‘বিএনপি একশ’র বেশি পাবে না’

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

বিদ্যমান রাজনৈতিক দৃশ্যপটে ‘তিনটি ব্লক’ হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বতন্ত্রভাবে এনসিপির নেতৃত্বে একটি ব্লক আসছে, তরুণদের নিয়ে এটা হবে সবচেয়ে বড় জোট। গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূত হওয়ার গুঞ্জনও নিশ্চিত করেছেন তিনি। গতকাল সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এ এনসিপি নেতা। খবর বিডি/ বাংলানিউজের।

নিবন্ধন প্রত্যাশী এনসিপি আগামীতে শাপলা প্রতীকে ভোট করে দেড়শ আসন পাবে বলে দাবি করেন নাসীরুদ্দীন। মুখ্য সমন্বয়ক বলেন, যেহেতু রাজনৈতিক দৃশ্যপটে তিনটি ব্লক হতে যাচ্ছে একটি ইসলামিক ব্লক এরই মধ্যে হয়ে গেছে, বিএনপির নেতৃত্বে একটি ব্লক হচ্ছে, আর আমাদের নেতৃত্বে একটি ব্লক হচ্ছে। বিএনপিজামায়াতের ব্লকে এনসিপি যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকেও যাচ্ছি না। আমরা যেহেতু জামায়াত না, এজন্য জামায়াতের ব্লকেও যাচ্ছি না। আমরা স্বতন্ত্র। নিজেদের অগ্রযাত্রায় এনসিপির ব্যানারে তরুণদের নিয়ে একত্রে কাজ করা হবে এবং গণমাধ্যমে তুলে ধরা হবে বলে জানান তিনি। গণঅধিকার পরিষদ এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে ‘হ্যাঁ’ বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি। কী প্রক্রিয়ায় আসবে, এটা পলিসিগত জায়গা। আদর্শগত বিষয় স্পষ্ট করেছি। কয়েকটা আসন বা দেনাপাওনার বিষয় না, আদর্শিক লড়াই রয়েছে। নাসিরুদ্দীন বলেন, আমরা এই গণঅভ্যুত্থানের সময় ইশতেহার দিয়েছিলাম। আমরা বলেছিলাম, যেহেতু ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার বিলোপ হয়নি, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত ১৫ বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য।

আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু কী প্রক্রিয়ায় এটা হবে, সে বিষয়ে এখনো কথাবার্তা চলছে, ফাইনালি জানাব। গেল ১৫ বছরে যত ব্যানার হয়েছে, সবগুলোকে একীভূত করা হচ্ছে বলে জানান এনসিপি মুখ্য সমন্বয়ক। বৃহত্তর তরুণদের এলায়েন্স আসছে। ইনশাহআল্লাহ, এনসিপির হাতে ১৫০ টা আসন থাকবে। তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবেএমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে, ওটা তো আমি বলতে পারবো না। এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে এসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলা করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ’র আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, এটাও আমরা বিবেচনায় রেখেছি, যেখানে জামায়াত থেকে তরুণরা দাঁড়াবে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজ অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায়, যারা ভালো মানুষ, তাদের প্রতি মৌন সমর্থন দেব। এনসিপির এ নেতা বলেন, এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীতে সংসদটা হবে, সেখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। এবার ব্যালট রেভ্যুলেশন হবে। ভোটিং প্রসেস থেকে, সব জায়গা থেকে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদ যদি এনসিপির সঙ্গে একত্রিত হয়, তাহলে কোন প্রতীক থাকছেএমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির অধীনে আরও অনেক দল আসছে। এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।

দেড়শ আসন পাবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নিবন্ধনের পর শাপলা প্রতীকেই লড়বে দলটি। শাপলার দাবি থেকে তারা সরবেন না তারা। শাপলাতেই আছি। এটা সাদাও হতে পারে, লালও হতে পারে। শাপলাতেই থাকছি, শাপলাতেই দেশের মানুষ ভোট দেবে। প্রতীক তালিকায় প্রয়োজনে সংশোধন করবে। দলীয় অবস্থান থেকে শাপলা থেকে সরছি না। শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না।

তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানাতে চাই, যে সার্ভেগুলো করেছি, তাতে ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতোমধ্যে জেলা সমন্বয়কদের সঙ্গে ঢাকায় ডেকে কথা বলেছি, প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা আলেম সমাজের প্রার্থী, সাবেক সেনা কর্মকর্তা, নারী প্রতিনিধি, সাংবাদিকসহ শ্রমিক, মজুর, কৃষকদের সঙ্গেও আলোচনা চলছে। প্রত্যেকটা প্রজেকশনে এনসিপি ১৫০টা আসন পেতে যাচ্ছে ইনশাহআল্লাহ। ব্রিফিংয়ের সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতাসহ ৫ আসামিকে খালাস
পরবর্তী নিবন্ধপুলিশ দেখে পুকুরে লাফ, মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস