মারা গেলেন ক্রসফিলিং গুদামের মালিক ও আরো এক শ্রমিক

দ্বীপ চরতীতে গ্যাস বিস্ফোরণ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়া গ্যাস ক্রসফিলিং গুদামে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের মধ্যে গুদামের মালিক মাহাবুবুল আলম (৪৭) ও শ্রমিক মোহাম্মদ ছালেহ (৩৩) মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার ভোররাতে ও রাত সাড়ে নয়টায় তাদের মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে মারা যান ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০)। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দগ্ধ ৪ জন মারা গেল।

উল্লেখ্য, গত বুধবার সাতকানিয়ার চরতী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বীপ চরতী সর্বিরচর নামক নির্জন এলাকায় গ্যাস ক্রসফিলিং কারখানায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়। এ সময় গুদামে অবস্থানকারী মাহাবুবুল আলমসহ ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ অপর ৬ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় চবির প্রফেসর ড. শাহাদাত হোসেন
পরবর্তী নিবন্ধসদ্য বিবাহিত বোনের শ্বশুরবাড়িতে এসে পুকুরে ডুবে মৃত্যু