গান, আবৃত্তি, শ্রদ্ধা ও ভালবাসায় বাংলা সাহিত্যের তিন অগ্রযাত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টচার্য্যকে স্মরণ করলো খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখা। এই উপলক্ষে গতকাল ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে রবীন্দ্র–নজরুল–সুকান্ত জয়ন্তী অনুষ্ঠান। মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কথামালায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু ও সম্পাদক মণ্ডলীর সদস্য শরণ বড়ূয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা ও জয়ন্ত রাহা। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা ছিলেন দেবমিতা নন্দী প্রজ্ঞা। বক্তারা বলেন, সুস্থ ধারার সাহিত্য–সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে খেলাঘর শিশু–কিশোরদের অসামপ্রদায়িক, বিজ্ঞানমনষ্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। বক্তারা আরো বলেন, বাংলার মানুষের কাছে রবীন্দ্র, নজরুল এবং সুকান্ত চির জাগরুক থাকবে। এ তিন কবি বাংলা সাহিত্যে কেবল ঐতিহ্য হিসেবে নয়, ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবেও বরণীয়। তিন জন কবির গান ও কবিতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পথ দেখাবে। প্রেস বিজ্ঞপ্তি।