ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

লক্ষ্য আছে ফাইনালে খেলারও

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পরের ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ঐ ম্যাচটি টাইগারদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের। দুবাইতে তীব্র গরমের কারণে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং। তারপরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। আপাতত ভারত ম্যাচ ঘিরেই সব ভাবনা বাংলাদেশের। ভারতকে হারানোর পরিকল্পনা কষছে তারা। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টিটোয়েন্টি পরিসংখ্যান খুবই খারাপ। তারপরও টুর্নামেন্টে ধারাবাহিকতার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। অতীতে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচে সবসময়ই উজ্জীবিত থাকে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের গুরুত্বপূর্ণ জয়ে ৪৫ বলে ৬১ রান করে অবদান রাখা সাইফ হাসান বলেন আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমে সবার বিশ্বাস আছে আমরা ফাইনালে যেতে পারবো। তাই শ্রীলংকাকে হারানোর পর আমরা এখন এক ধাপ এগিয়ে গিয়েছি। আমাদের এখনও দু’টি ম্যাচ বাকি আছে। এ পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে দু’বার এবং একবার পাকিস্তানের কাছে ফাইনালে হার মানে টাইগাররা। সাইফ বলেন ট্রফি জিততে হলে অবশ্যই আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আমাদের পরবর্তী ফোকাস ভারতের বিপক্ষে ম্যাচ। ঐ ম্যাচের পর আমরা পরবর্তী ধাপ নিয়ে ভাবব। ভারত এশিয়া কাপের সবচাইতে সফলতম দল। গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জিতেছে তারা। টিটোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নও তারা। কাজেই ভারতকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছে সাইফ। তাদের বিপক্ষে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমরা বাংলাদেশ দলও তাদের সেরাটা দিতে প্রস্তুত হয়ে আছে ভারতের বিপক্ষে এই কঠিন ম্যাচে।

অথচ গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কা ছিল। কিন্তু বাংলাদেশ দল আত্মবিশ্বাস হারায়নি। সেই আত্মবিশ্বাস পারফরম্যান্সে পরিণত করেই সুপার ফোরে নাম লিখিয়েছে লিটন দাসের দল। দ্বিতীয়পর্বে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ এক রান তাড়ায় এখন ফাইনালের দৌড়ে টাইগাররা। যদিও দুই ম্যাচ বাকি আছে। তবে প্রথম ম্যাচে জয় অনেকটাই এগিয়ে রাখছে লিটনদের। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ হাসানও জানালেন ফাইনালের আত্মবিশ্বাসের কথা। সাইফ বলেন আমরা অবশ্যই ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই আমাদের দলের সবার বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলব। টাইগার ওপেনার বলেন আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন আমাদের পুরো মনোযোগ আগামী ম্যাচের দিকে।

পূর্ববর্তী নিবন্ধচীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির
পরবর্তী নিবন্ধরিফাতের হ্যাটট্রিকে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ