কানে পেন্সিল রাখে বলে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নছরুল কদিরের সংবর্ধনায় শাহাদাত

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়ার মানুষের কানে পেন্সিল থাকতো বলে একসময় চট্টগ্রামের একজন রাজনৈতিক নেতা ঠাট্টা তামাশা করতো। অথচ ২০১০ সালের মেয়র নির্বাচনে বাকলিয়ার তিন ওয়ার্ডে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মনজুর আলম আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে ২০ হাজার ভোটে পরাজিত করেছিল। তাই এখন কানে পেন্সিল রাখে বলে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই। কারণ এখন বাকলিয়ার সবাই শিক্ষিত। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উপাচার্য নছরুল কদির এবং চট্টগ্রামের মেয়র সবাই বাকলিয়ার। বাকলিয়াবাসী যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই বাস্তবায়ন হয়। বাকলিয়াবাসী সংসদ সদস্যও বানাতে পারে, মেয়রও বানাতে পারে। তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাকলিয়ার সন্তান চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অধ্যাপক ড. এস এম নছরুল কদিরকে গ্রাম কল্যাণ মিশনের পক্ষ থেকে দেওয়া গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র বলেন, আমি চাই সবাই একসাথে কাজ করি। আপনাদের সহযোগিতা থাকলে বাকলিয়াসহ সমগ্র চট্টগ্রামকে একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে রূপান্তরিত করা সম্ভব হবে। গ্রাম কল্যাণ মিশনের আহ্বায়ক ডা. মহীনুর মর্তুজা আলম ছাদীর সভাপতিত্বে ও মুহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ ওয়াসিমের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেল মফিজ, এম ই বি গ্রুপের পরিচালক মো. খোরশেদ আলম, গ্রাম কল্যাণ মিশনের সদস্য সচিব কে এম মন্‌জুর হোসেন, বিএনপি নেতা আব্দুল আজীজ, ইসমাঈল বাবুল, মো. আলমগীর, নুরুল হোসাইন, আব্দুল মতিন কোম্পানি, আব্দুল মান্নান, জাহাঙ্গীর ফরিদ, নাসির উদ্দিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাজারে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধজাতীয় লিগ টি-টোয়েন্টি এখন হবে শুধুই সিলেটে