রাঙ্গুনিয়ায় এক নারীকে নকল স্বর্ণের বার দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকালে উপজেলার শান্তিরহাট থেকে পাহাড়তলী যাওয়ার পথে কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায়। প্রতারণার শিকার নারীর নাম রুবি আক্তার। তিনি পোমরা সাফলেজা পাড়া এলাকার মৃত খুইল্যা মিয়ার স্ত্রী। তার স্বজন মো. মোরশেদ জানান, তিনি শান্তিরহাট থেকে একটি সিএনজি টেক্সিতে ওঠেন। গাড়িতে আগে থেকে মাঝবয়সী দু‘জন লোক ছিলেন। পথিমধ্যে তাকে একটি নকল স্বর্ণের বার দিয়ে তার সাথে থাকা নগদ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন। এদিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী চম্পাতলী এলাকার এক প্রবাসীর গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ২০ সেপ্টেম্বর দিনগত রাত আনুমানিক ৩টার দিকে প্রবাসী বেলালের গোয়ালঘর থেকে গরুগুলো চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলালের মা বলেন, সংঘবদ্ধ চোরের দল দুই লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।