হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ৯৩ ব্যাচের মানবিক অবদান

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে একটি ৭০০ ফুট গভীর ডিপ টিউবওয়েল স্থাপন করেছেন। গত ২০ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি এ উদ্যোগকে কলেজ শিক্ষার্থীদের জন্য একটি মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এ কলেজে তাদের শিক্ষা জীবনের স্মৃতি, দায়িত্ব ও কৃতজ্ঞতাবোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এই ডিপ টিউবওয়েল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে নিরাপদ পানি পানের সুযোগ করে দেবে। তারা ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে অন্যান্য ব্যাচ ও কলেজের কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় শিক্ষকশিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারী এবং এইচএসসি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, যে গত ১১ সেপ্টেম্বর এই কাজের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রাক্তন ছাত্র প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড.গিয়াস উদ্দিন তালুকদার
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু