আগামী তিন বছরের জন্য চবি আরবি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি গতকাল রোববার থেকে এ দায়িত্ব গ্রহণ করেন। বিভাগের সেমিনার কক্ষে সভার মাধ্যমে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেয়ামত উল্লাহ। গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ–পরিচালক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারকে বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ বরণ করে নেন। এ সময় নতুন চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, নতুন দায়িত্ব মানেই নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের সঠিক মোকাবিলা যেন করতে পারি, সেজন্য বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া চাই। প্রেস বিজ্ঞপ্তি।