প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে কেনা দুটি সমুদ্রগামী জাহাজ হাতে পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। চীনে তৈরি হওয়া জাহাজ দুটি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস। সরকারি সব ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় গতকাল রোববার রাতে হেলনিকের সঙ্গে সরবরাহ চুক্তি করেছে শিপিং করপোরেশন। খবর বিডিনিউজের।
‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’ নামে জাহাজ দুটি চলতি বছরেই বিএসসির বহরে যুক্ত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। জাহাজ দুটি কিনতে ব্যয় হচ্ছে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি টাকার মতো। জাহাজ দুটি থেকে বছরে ১৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে বিএসইসি।
ঢাকার হোটেল ইন্টারকন্টিলেন্টালে চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। নিঃসন্দেহে দেশের শিপিং ইন্ডাস্ট্রিতে এটি একটি যুগান্তকারী মাইলফলক।’