চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। নওগাঁ জেলার জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। আর চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, আওয়ামী সরকার পতন পরবর্তী গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরিদা খানম। তখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। আর তখনকার সময়ে চট্টগ্রামে যিনি জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন তাকে তথা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়।