মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত দশটায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক। নিহত দোয়েল ওই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।

এলাকাবাসী জানান, নিহত দোয়েলের সাথে তার নিকট আত্মীয়দের বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাত দশটায় তাকে চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

ওসি মঞ্জুরুল হক বলেন, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকমাত্র এনজিওগ্রাম মেশিনের যন্ত্রাংশ বিকল
পরবর্তী নিবন্ধগভীর রাতে ভ্যানে শতাধিক দোকান এনে বালিয়াড়িতে স্থাপন