রাঙ্গুনিয়ায় নকল স্বর্ণের বার দেখিয়ে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক নারীর কাছ থেকে নকল স্বর্ণের বার দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকালে উপজেলার শান্তিরহাট থেকে পাহাড়তলী যাওয়ার পথে কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায়।

এভাবে এই সড়কে একটি প্রতারক চক্র দীর্ঘদিন প্রতারণা করে সাধারণ যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। প্রতারণার শিকার নারীর নাম রুবি আক্তার। তিনি পোমরা সাফলেজা পাড়া এলাকার মৃত খুইল্যা মিয়ার স্ত্রী।

তার স্বজন মো. মোরশেদ জানান, তিনি শান্তিরহাট থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। গাড়িতে আগে থেকে মাঝবয়সী দু’জন লোক ছিলেন। যাওয়ার পথে জিয়ানগর এলাকায় গেলে তারা পথিমধ্যে রাস্তায় একটি ভ্যানেটি ব্যাগ পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ব্যাগটি নিয়ে নেন। পরে ব্যাগে থাকা একটি চিরকুট ওই নারীকে পড়তে বলেন। পড়তে গিয়ে তিনি বেহুশের মতো মানুষগুলো যা বলেছে তাই করতে থাকেন। তাকে হাতে একটি নকল স্বর্ণের বার দিয়ে সাথে থাকা নগদ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন।

সন্তানের প্রবাসের টাকার সংস্থান করতে এই টাকাগুলো একটি সমিতি থেকে ঋণ নিয়ে সেই টাকা অন্য একটি ব্যাংকে জমা দিয়ে মোটা অংকের ঋণ নিতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী চম্পাতলী এলাকার এক প্রবাসীর গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ২০ সেপ্টেম্বর দিনগত রাত আনুমানিক ৩টার দিকে প্রবাসী বেলালের গোয়ালঘর থেকে গরুগুলো চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলালের মা বলেন, সংঘবদ্ধ চোরের দল দুই লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।

স্থানীয় জাফর আলম জানান, বর্তমানে বেতাগী চম্পাতলী এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে। কিছুদিন আগে তালুকদার বাড়ির প্রবাসী হাজী মমতাজ আলমের নতুন ঘড়ে ডাকাতির ঘটনা ঘটেছিল। এভাবে ডাকাতি ও চুরির ঘটনায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে যুবককে গুলি করে হত্যা