জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম৫ আসনের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদসহ মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক জোবায়ের শেদ আলম মোদাচ্ছের। সদস্য সচিব ওবায়দুল হাসান সোহেল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ বিএনপির আহ্বায়ক মো. বেলাল। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল করিম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি আজগর কন্ট্রাকটর, সাবেক সংগঠনিক সম্পাদক মো. ফোরকান, বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিল আহমেদ পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগোয়ান ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ
পরবর্তী নিবন্ধঅনুস্বার কালচারাল স্কুলের আবৃত্তি ও নাত সন্ধ্যা