বছর বছর প্রতি বছরে
মহালয়ার আগমনে,
নব ভোরের আকাশে
মেঘ বৃষ্টির খেলা করে!
চন্ডীপাঠের অমৃত সুরে
ঊর্ধ্বাকাশে শারদপ্রাতে,
জাগরিত ছন্দ বেজে ওঠে
শাঁখের মধুর ধ্বনি মন্দিরে।
কাশফুলেতে ঢেউ ওঠে
মাঠের পরে মাঠ জুড়ে,
ও আকাশে তুলো উড়ে
দৃষ্টি কেবল হৃদয় কারে!
পরমা প্রকৃতির আবির্ভাবে
দেবী নারায়ণী মহেশ্বরীরূপে,
জ্যোতির্ময়ী মৃণন্ময়ীতে
আশ্বিনে দুর্গতিহারিণী দুর্গাতে!
সমহিমায় শিউলি গাছে
ভরে উঠেছে ফুলে ফুলে
ঝরিয়ে থাকে ঘাসে ঘাসে
চাদরের মতো মাটিতে লুটে!
পদ্ম ফুলের পাপড়ি মেলে
“মা” তোমার পায়ে দেবো বলে,
শঙ্খ, কাঁসর বাজিয়ে তবে
করবো বরণ তোমায়–মাকে!