ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশের ইউটার্নে দ্রুতগতির ট্রাকচাপায় মো. শাহাজাহান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহাজাহান মোটরসাইকেলযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়কে ভিড় জমায় এবং কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানায়, নিহত শাহাজাহানের পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছিলেন এবং আল আরাবি (এ কে খান) পাসপোর্ট মেডিকেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।