দৈনিক আজাদী পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ির সমিতিরহাট এলাকায় ৮টি পরিবারকে স্বাবলম্বী করা উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শুধু একটি সংবাদপত্রের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয় দৈনিক আজাদী। প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি চট্টগ্রামের নানা উন্নয়নমূলক, সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় দৈনিক আজাদীর নিজস্ব তহবিল এবং পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থে সমিতিরহাট এলাকায় আটটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।
বক্তারা বলেন, সংবাদপত্রের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র, চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদী। তারা বলেন, দৈনিক আজাদী কেবল একটি সংবাদপত্র নয়, এটি চট্টগ্রামের সামাজিক অগ্রযাত্রার অংশীদার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আজাদী মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র যদি সমাজ পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করে, তবে অনেক কিছুই সম্ভব। আজাদীর এ উদ্যোগ অন্য প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সমাজকর্মী জিএম শহীদের সঞ্চালনায় সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। প্রধান বক্তা ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক শেখ আলাউল মুরশেদ রাঙ্গা, সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার কর্মকর্তা তারেক আলম, মুহাম্মদ তানিম, মাস্টার রবিউল হোসেন, শাহাদাৎ হোসেন সোহেল, আবুল ফজল জুনু, মাস্টার হাসান, ইমতিয়াজ সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে গৃহহীন দুটি পরিবারকে দেয়া হয় ৯ বান্ডিল ঢেউটিন। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ নুরুল ইসলাম এবং মোহাম্মদ মাহবুবুল আলমকে একটি করে নতুন রিকশা প্রদান করা হয়। মোহাম্মদ মানিক, তৌহিদুল আলম ও মোহাম্মদ তুহিনকে একটা করে নতুন ভ্যান গাড়ি দেয়া হয়। মোহাম্মদ সজীব নামে একজন থ্যালাসেমিয়া রোগীকে দেয়া হয় একটা সেলাই মেশিন। এছাড়া মোহাম্মদ শফিউল আলমকে ৫ বান্ডিল এবং মোহাম্মদ শফিকে ৪ বান্ডিল নতুন ঢেউটিন প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দৈনিক আজাদী পরিবার, দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন সৈয়দ মুহাম্মদ এহসান কাদেরী।