চতুরঙ্গ সঙ্গীত নিকেতন চট্টগ্রামের প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি তথা রজতজয়ন্তী গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, সঙ্গীতায়োজন, বার্ষিক সনদ প্রদানসহ নানান কর্মসূচি পালিত হয়। রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন সঙ্গীতজ্ঞ পন্ডিত জহর মুখার্জি স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের পরিচালক রাজীব মজুমদার। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক ফাল্গুণী মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী ও উপস্থাপক প্রবীর পাল। আমন্ত্রিত সংগঠন মমতা কালচারাল ইনস্টিটিউট সমবেত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এছাড়া চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের ৮২ জন শিক্ষার্থী পরিবেশনায় অংশগ্রহণ করে। শেষে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সনদ ও স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।