শিরোপা জিতে মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

শিরোপা জিতেই ফুটবল মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস। গতকাল শুক্রবার কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে ৪১ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে কিংস। ম্যাচ শুরুর আগেই ঘটে নাটকীয়তা। মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় শুরু হতে দেরি হয় ১১ মিনিট। খেলা শুরুর পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই দেখা মেলে দুটি পেনাল্টির। সপ্তম মিনিটে দোরিয়েলতনকে ফাউল করলে স্পট কিক পায় বসুন্ধরা কিংস। আর ব্রাজিলিয়ান গোলমেশিন নির্ভুল শটে দলকে এগিয়ে নেন কিংসকে। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে মোহামেডান। বক্সের ভেতরে এলি কেকে’কে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিক মোহামেডান । সেখান থেকে গোল করে সমতা ফেরান উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ। প্রথমার্ধে সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি বসুন্ধরা কিংস। দোরিয়েলতনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন হোসেন। বিরতির আগ মুহূর্তেও গোলের সুযোগ নষ্ট হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে খানিকটা নিষ্প্রাণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে ম্যাচে উত্তেজনা ফেরে। ৬৩ মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বুসন্ধরা কিংস। তবে এতে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো। ২১ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৭৫ মিনিটে দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে ব্যবধান বাড়ান এমানুয়েল সানডে।

শেষদিকে ৮৬ মিনিটে মোহামেডান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চতুরতার সঙ্গে গোল করে ব্যবধান ৪১ করেন দোরিয়েলতন। তবে ম্যাচে অনাকাঙ্খিত ঘটনাও ঘটে। মোহামেডান সমর্থকরা একাধিকবার মাঠে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার ছুড়ে মারলে খেলা কয়েকবার বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। অতিরিক্ত সময়েও একই ঘটনা ঘটে। তবে এর আগেই জয় নিশ্চিত করেছিল কিংস। শেষ বাঁশির পরই উল্লাসে মেতে ওঠেন কিংস সমর্থক ও ফুটবলাররা। শিরোপা জয়ে ঘরোয়া মৌসুমের শুভসূচনা হলো বসুন্ধরা কিংসের।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের কাছে হার নিয়েই যত আক্ষেপ রাশিদ খানের