এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

এবারের এমিয়া কাপ টিটোয়েন্টির গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে গত রাতে। ভারত এবং ওমানের মধ্যকার ম্যাচটি ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যদিও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে সুপার ফোর পর্বের চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে উঠেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আজ শনিবার মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সে ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ থেকে উঠে আসা শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮ সাড়ে ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। উল্লেখ্য ‘বি’ গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে অজেয় থেকে সুপার ফোরে এসেছে শ্রীলংকা। আর বাংলাদেশ এসেছে অনেকটাই শ্রীলংকার কল্যানে।

আগামীকাল ২১ সেপ্টেম্বর রোববার রয়েছে টুর্নামেন্টের সবচাইতে আকর্ষনীয় ম্যাচটি। যে ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। যদিও এই দু দলের ম্যাচ গুলো এখন একতরফাই হয়। গ্রুপ পর্বে ভারতের সামনে দাড়াতেই পারেনি পাকিস্তান। গ্রুপের দুর্বল দুই দল সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে হারিয়ে সুপার ফোরে এসেছে পাকিস্তান। সোমবার বিরতি দিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে এ দুদল ছিল ভিন্ন গ্রুপে। ফলে সুপার ফোর পর্বে হবে তাদের প্রথম দেখা। ম্যাচটি হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। পরদিন ২৪ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ এবং পাকিস্তান পরষ্পরের মুখোমুখি হবে। এই ম্যাচটিও হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে দুবাইতে। এরপর ২৮ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮ টায় শুরু হবে এবারের এশিয়া কাপের ফাইনাল শ্যাচটি। আর এই ম্যাচ দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসরের।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের শক্তি ও দুর্বলতা জানা আছে শ্রীলঙ্কা কোচের
পরবর্তী নিবন্ধশিরোপা জিতে মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস