লায়ন্স পিডিজি ফোরামের মতবিনিময় সভা

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

লায়ন্স পিডিজি ফোরামের মতবিনিময় সভা গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ক্লাবে লায়ন্স জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা প্রাক্তন গভর্নর এম এ মালেক, পিডিজি এ কাইয়ুম চৌধুরী, পিডিজি নাজমুল হক, পিডিজি রুপম কিশোর বড়ুয়া, পিডিজি রফিক আহমদ, পিডিজি ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি এস এম শামসুদ্দিন, পিডিজি সিরাজুল হক আনসারী, পিডিজি মোস্তাক হোসাইন, পিডিজি নাছির উদ্দিন, পিডিজি কামরুন মালেক, পিডিজি ডা. সুকান্ত ভট্টাচার্য, পিডিজি আল সাদাত দোভাষ, পিডিজি মহিউদ্দিন চৌধুরী, আইপিডিজি কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর আবু বক্কর সিদ্দিকি, কেবিনেট সেক্রেটারি আবু মোরশেদ। সভায় উপস্থিত সকলে লায়ন্স জেলার উন্নতি কামনায় নানা পদক্ষেপের কথা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং এর বোর্ড সভা
পরবর্তী নিবন্ধপাকিস্তান ম্যাচেও বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরামর্শ গাভাস্কারের