বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

হিন্দু ফাউন্ডেশন মিলনায়তন, মৈত্রী ভবনে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ (বিশিসপ) বাংলাদেশএর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন গতকাল শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এ সম্মেলনের শুভারম্ভের পর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিসপ বাংলাদেশএর চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, সম্মানিত অতিথি ছিলেন স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ, চট্টগ্রাম বিজিএমই ফ্যাশন ইউনিভার্সিটির ট্রেজেরার প্রফেসর প্রদীপ চক্রবর্তী, এবং বিশিসপ বাংলাদেশএর সহসভাপতি প্রফেসর ড. প্রীতম নাগ। জুয়েল তেওয়ারির সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন বিশিসপ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক লেনিন বিশ্বাস। এ আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাই অশান্তি, অরাজকতা ও যুদ্ধের উন্মত্ততা এই শান্ত পৃথিবীকে প্রতিনিয়ত গ্রাস করছে। আর এর প্রভাব নেমে আসছে দেশ থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে। এ থেকে উত্তরণের উপায় হতে পারে বিশ্বভ্রাতৃত্ববোধ, পরমত সহিষ্ণুতা এবং সর্বধর্ম সমন্বয়, যা স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালে আমেরিকার শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে উল্লেখ করেছিলেন। দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিভাগে বিশিসপ বাংলাদেশএর বিভিন্ন শাখার প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জিতু মহাজন (চট্টগ্রাম মহানগর), কাঞ্চন চক্রবর্তী (আনোয়ারা), প্রসেনজিৎ শর্মা (রাউজান), সুব্রত কুমার দে (সীতাকুণ্ড), রাহুল দত্ত (রাঙ্গুনিয়া), প্রণব দাশ (বাঁশখালী), অনিক হাওলাদার (রাঙ্গামাটি), অন্তু মল্লিক (চন্দনাইশ), তপন দাশ (বান্দরবান), ছোটন দাশ (আমিলাইষ), অভিষেক পাল (কক্সবাজার) ও কার্তিক সোম (বাড়বকুণ্ড)। প্রতিনিধিরা দেশের বর্তমান বাস্তবতায় স্বামীজির ভাবধারা প্রচার ও প্রসারে কাজ করার পাশাপাশি শিক্ষা ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনির আহমদ ফাউন্ডেশনের কোরআন শরীফ বিতরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং এর বোর্ড সভা