দৈনিক আজাদী আমার প্রেরণা, আমার ভালোবাসা

মিলন কান্তি দে | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

১৯৬৩ সালে আমি প্রথম দৈনিক আজাদী দেখি ও পড়ি। জন্মস্থান চট্টগ্রাম হলেও পারিবারিক কারণে ছোটোবেলা থেকে আমাকে ঢাকায় থাকতে হয়। তখন থেকেই সংবাদপত্রের প্রতি আমার দারুণ নেশা এবং জাতীয় পত্রিকাগুলি নিয়মিত পড়ে ফেলি। চট্টগ্রামে কিছুদিন আজাদীর সংস্পর্শে আমার অভিজ্ঞতা এটাই যে, আঞ্চলিক পত্রিকা হলেও পত্রিকাটি নানামাত্রিক প্রতিবেদন, সৃষ্টিশীল সাহিত্য, বস্তুনিষ্ঠ পর্যালোচনা, সময়োচিত স্বাক্ষর বহন করে। শুনেছি, ঢাকার কোনো কোনো সাংবাদিক ব্যক্তিত্বেরও প্রতিভার স্ফুরণ ঘটেছিল দৈনিক আজাদী থেকে। যাই হোক, আজাদীর প্রতি আমার দুর্নিবার আর্কষণ অব্যাহত রয়েছে। সময়ের ভাবনায় এ পত্রিকাটিও দ্রুত অগ্রসরমান। আমি এখন নিয়মিত আজাদী পড়ি, আজাদীতে লিখি, লেখালেখির জগতে আজাদী আমার প্রেরণা। আজাদী আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।

লেখক : নাটকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত যাত্রাশিল্পী।

পূর্ববর্তী নিবন্ধশরৎ সাজে
পরবর্তী নিবন্ধবাঁশের বাঁশি : ‘ও বাঁশি কেন গায় আমারে কাঁদায়’