বায়েজিদে ১৪ বছরের শিশুর বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদে ১৪ বছরের শিশুর বাল্যবিয়ে বন্ধ করে সতর্ক করলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত বুধবার দুপুরে বায়েজিদ রুবি গেট এলাকায় বার্মা কলোনিতে হাজির হয়ে সতর্ক করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা। জানা গেছে, আয়োজন করা হয় ১৪ বছরের এক কন্যা শিশুর বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেন। এ সময় কনের পরিবারকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত দুই পক্ষকে আলাদা অবস্থান করতে নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা বলেন, ইমেইল এর মাধ্যমে আমরা একটি ভলান্টিয়ার সংগঠনের মাধ্যমে খবর পাই। এখানে এসে দেখি বিয়ের আয়োজন চলছে। পরে তাদের কাগজপত্র দেখে প্রমাণ হয় মেয়ের বয়স কম। তাই তাদের সতর্ক করে জরিমানা ও আইন না ভাঙার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, জেলা প্রশাসন ও বায়েজিদ থানার পুলিশ কর্মকর্তা ও ইপসার কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধনগরীর মসজিদের ইমামদের সাথে আল্লামা সাবির শাহ্‌র বিশেষ সাক্ষাৎ রবিবার
পরবর্তী নিবন্ধসুভাষ চন্দ্র সেন