আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল, রাহনুমা–ই শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীর–এ বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) চট্টগ্রাম মহানগরে অবস্থিত মসজিদসমূহের ইমামগণের সাথে বিশেষ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। এতে আরও উপস্থিত থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ এবং সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। ষোলশহরস্থ আলমগীর খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় এ বিশেষ সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১.৩০ টায়। চট্টগ্রাম মহানগর এলাকার সকল মসজিদের ইমামদের এতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।