দুর্গাপূজা সামনে রেখে গীতিকবি জুলফিকার রাসেলের কথায় কলকাতার গায়ক শোভন গাঙ্গুলির কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘একই ভুল হবে না আর’। জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পাশাপাশি শোনা যাচ্ছে স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। খবর বিডিনিউজের।
গানের সুর করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ভিডিও বানিয়েছেন নীলাদ্রি। গানের ভিডিওচিত্রের মডেল হয়েছেন পল্লবী সাহা ও দেবরাজ চৌধুরী। গানটি নিয়ে বিজ্ঞপ্তিতে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, রাসেল আমার অনেক দিনের বন্ধু। তার কথায় গান সুর করে আনন্দ পাই। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে। ‘একই ভুল হবে না আর’ গানটি আমাদের পক্ষ থেকে শ্রোতাদের পূজার উপহার। রাসেল বলেন, অনেক দিন পর আমার লেখা নতুন গান রিলিজ হল। শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলে আমাদের কাজটি পূর্ণতা পাবে। গানটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে শোভন বলেন, গীতিকার ও সুরকার দুইজনই আমার খুব পছন্দের মানুষ। তাদের কথা ও সুরে গানটি করতে পেরে ভালো লেগেছে।












