চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ আয়োজনে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। আজ ও আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এ অধিবেশনে বিশ্বচলচ্চিত্রের শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আজ বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে অধিবেশনের উদ্বোধনী চলচ্চিত্র দি ফোর হান্ড্রেড ব্লোজ, সন্ধ্যা সাতটায় আইজ উইদাউট এ ফেস। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় প্রদর্শিক হবে হিরোশিমা মন আমুর (হিরোশিমা মাই লাভ) এবং সন্ধ্যা সাতটায় অধিবেশনের সমাপনী চলচ্চিত্র বালথাজার, অ্যাট রেনডম।
অধিবেশন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বুলেটিন চিত্রপটে’র বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। অধিবেশন সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।












