চট্টগ্রামে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার রাত ৮টায় ফয়েজলেক লেক ভ্যালী অঞড ঞঁৎভ মাঠে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় মিউজিশিয়ান্স স্পোর্টস ক্লাব (গঝঈ) এবং হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাব মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের বেস গিটারিস্ট তানিম হাসান, ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট রায়হান আল হাসান এবং হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোরশেদ আলম শিপন।

মাঠে খেলোয়াড়রা ফুটবল নৈপুণ্যের পাশাপাশি মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু দলীয় চেতনা গড়ে তোলে না, বরং শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি কর্তে যা মাদকমুক্ত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ ভাগে এক মনোজ্ঞ সাংগীতিক পরিবেশনা দর্শকশ্রোতাদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে পরিণত করে এক জাঁকজমকপূর্ণ উৎসবে।

পূর্ববর্তী নিবন্ধনেপালকে চার গোলে উড়িয়ে শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রামে ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন শুরু