আর্জেন্টিনা তৃতীয় আর বাংলাদেশ ১৮৪ তম

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে স্পেন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে একই রকম ফল ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার। একটি জিতে একটি হেরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দিয়ে এক নম্বরে উঠে এসেছে স্পেন। আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে। ব্রাজিল ৫ থেকে এক ধাপ নেমে এখন ৬ নম্বরে। সর্বশেষ দুই ম্যাচ জেতা ফ্রান্স এক ধাপ এগিয়ে অবস্থান করছে দুই নম্বরে। বাংলাদেশ গত ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলে গোলশূন্য ড্র করেছে। পরের ম্যাচটি হয়নি নেপালে ছাত্রজনতার আন্দোলনে অস্থিরতা তৈরি ও সরকার পতনের পর। বাংলাদেশের সামান্য পয়েন্ট বাড়লেও তা র‌্যাংকিয়ে প্রভাব পড়েনি। তাই আগের মতো ১৮৪তম অবস্থানেই আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল উন্নতি হয়েছে পকিস্তানের। ২০১ থেকে দুই ধাপ এগিয়ে তারা এখন ১৯৯ নম্বরে। ভারত এক ধাপ নেমে ১৩৪ নম্বরে এবং শ্রীলঙ্কা ১ ধাপ নেমে ১৯৭ নম্বরে। অপরিবর্তিত আছে মালদ্বীপ (১৭১), নেপাল (১৭৬), ভুটান (১৮৬)

চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ। তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম। স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।

পূর্ববর্তী নিবন্ধচাপের মুখে মেজাজ হারিয়ে ফেলছেন রশিদ খান
পরবর্তী নিবন্ধবায়ার্নের কাছে চেলসির হার পিএসজি,লিভারপুলের জয়