নামিবিয়ান ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আইসিসির সহযোগী সদস্য দেশ নামিবিয়ার বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ খেলছে জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে তারা সিরিজের দখল নিয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেমে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টিটোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২০৪ রান তুলেছে নামিবিয়া। ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন দলটির ওপেনার জ্যান ফ্রাইলিঙ্ক। বুলাওয়েতে তার ব্যাটে চড়েই মূলত দুইশ পেরোনো পুঁজি গড়েছে নামিবিয়া। যদিও এর আগে স্বীকৃত টিটোয়েন্টিতে আরও ৯ বার তারা দুইশ’র বেশি রান করেছিল। তবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এই প্রথম একই কীর্তি গড়ল তারা। ওপেনার ফ্রাইলিঙ্ক ৩১ বলে ৮ চার ও ৬টি ছক্কায় ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ম্যাচটিতে মাত্র ১৩ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন ফ্রাইলিঙ্ক। যা পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সহযোগী দেশের কোনো ব্যাটারের টিটোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম। এ ছাড়া সবমিলিয়ে তার হাফসেঞ্চুরি তৃতীয় দ্রুততম। ২০২৩ হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে সর্বনিম্ন ৯ বলে হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরে। তার আগে ১২ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ওই রেকর্ড গড়েন। স্বীকৃত টিটোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বলে হাফসেঞ্চুরির রেকর্ড করেছেন চারজন। ফ্রাইলিঙ্ক এই তালিকায় সর্বশেষ সংযোজন। এ ছাড়া অস্ট্রিয়ার মির্জা আহসান (প্রতিপক্ষ লুক্সেমাবার্গ), তুরস্কের মোহাম্মদ ফাহাদ (প্রতিপক্ষ বুলগেরিয়া) ও জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানি (প্রতিপক্ষ গাম্বিয়া) সমান ১৩ বলে হাফসেঞ্চুরির কীর্তি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাস করালেন ইউএনও
পরবর্তী নিবন্ধবলুয়ারদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধন