বিভিন্ন দেশের প্রবাসীদের বিদায় উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) নগরীর চাকতাই–এ জিয়া সাইবার ফোর্স চট্টগ্রামের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। সংবর্ধনা প্রাপ্ত প্রবাসীরা হলেন কামাল উদ্দিন ও শওকত আলী। এনামুল হক এনাম বলেন, ‘দেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী রেখেছে প্রবাসীরা, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক। বিএনপির সরকারের সময়ে প্রবাসীদের জীবন যাত্রার উন্নয়নে সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সৃষ্টি করেন।
চট্টগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ওসমান আহমেদ শান্ত, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন নয়ন, জেলার সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন সাগর, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, তাসপিক জয়ান, মো জসিম, নবাব খান মানিক প্রমুখ।–বিজ্ঞপ্তি












